শনিবার, ১০ মে ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
জীবন সময়ের সমষ্টি। বলা হয়ে থাকে; সময়ই জীবন। যার আপন জীবনের প্রতি মায়া আছে সে সময়ের যথাযথ মূল্যায়ন করে। জীবনের সফলতা ও ব্যর্থতা লুকিয়ে আছে সময়ের কররেখায়। শক্তি ও সাধনা দিয়ে যে জয় করতে পারে সময়কে, সময়ের বাঁকে বাঁকে নিহিত সম্ভাবনাকে, সেই হয় সময়ের রাজা।