করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীলঙ্কায় বাড়ছে বিক্ষোভের তোড়, তবুও ক্ষমতা ছাড়বেন না গোতাবায়া

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৭ মে, ২০২২

করাঙ্গীনিউজ ডেস্ক:
শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কটে সব খাতেরই নাকাল দশা। এই অবস্থায় সরকারের পদত্যাগের দাবিতে অনেক দিন ধরেই বিক্ষোভ চলছে দেশটিতে।

এবার সেই আন্দোলনে যোগ দিয়েছে দেশটির ট্রেড ইউনিয়ন। তাদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে পুরো শ্রীলঙ্কা।

ধর্মঘটের কারণে আজ শুক্রবার দেশটির দোকান, স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। বাস ও ট্রেনসহ অভ্যন্তরীণ যানবাহনও বন্ধ করে দেওয়া হয়।

ট্রেড ইউনিয়নের নেতা রাভি কুমুদেশ বলেন, প্রেসিডেন্টের ভুল সিদ্ধান্ত আমাদের অর্থনীতিকে এমন সঙ্কটে ঠেলে দিয়েছে। তাকে বিদায় নিতে হবে।

তবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নাছোর বান্দা! তিনি জোর দিয়ে বলেছেন, তিনি পদত্যাগ করবেন না। পুরো মন্ত্রিসভা বিরোধীদের হাতে তুলে দিতে রাজি থাকলেও গোতাবায়া কোনোভাবেই নিজের পদ ছাড়তে চান না।

এই পরিস্থিতিতে আরও অনিশ্চিত হয়ে পড়ছে শ্রীলঙ্কানদের ভবিষ্যত। খাদ্য, জ্বালানি আর বিদ্যুতের পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধের সঙ্কটও তীব্র আকার ধারণ করেছে দেশটি।
এই আন্দোলন আর অর্থনৈতিক সঙ্কটের বড় প্রভাব পড়ছে দেশটির শিক্ষা ব্যবস্থায়।

সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ