করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

গোয়াইনঘাটে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে নৌকাডুবিতে নিখোঁজ থাকা আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নয়ন নায়ক (৩০) নামক ওই ব্যক্তি সিলেট সদর উপজেলার লাক্কাতুড়া এলাকার মধু নায়কের ছেলে।

শুক্রবার বিকেল ৫টায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে বিকাল ৩টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ গোপেন লোহার (২৮) নামক একজনের লাশ উদ্ধার করা হয়। তিনিও লাক্কাতুড়া এলাকার বাসিন্দা।

সিলেট ফায়ার সার্ভিসের লিডার গোলাম আযম জানান, নৌকাডুবুতি নিখোঁজ থাকা গোপেন লোহার ও নয়ন নায়কের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের দাড়িরপারে একটি বিয়ের অনুষ্ঠানে নৌকাযোগে যাচ্ছিলেন ৭ জন বাদ্যযন্ত্রশিল্পী। রাত ১০টার দিকে তাদের বহনকারী নৌকা দাড়িকান্দির ভুগদার খালে ডুবে যায়। ৫ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দুজনের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে আজ তাদের লাশ উদ্ধার করা হলো।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ