করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা করা দরকার করতে হবে

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

করাঙ্গীনিউজ:
অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা করা দরকার তা অনতিবিলম্বে করতে হবে। এ ব্যাপারে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে।

রবিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস এবং মহিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর বর্বরোচিত পুলিশী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া উপচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। এক্ষেত্রে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি কোনরকম সহিংসতায় সম্পৃক্ত না হওয়ার জন্য উদ্দাত্ত আহ্বানও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ