শনিবার, ১০ মে ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে ফেইসবুকে লেখা নিয়ে এবং নির্বাচনী প্রতিযোগীতাকে কেন্দ্র করে দুই সাংবাদ কর্মীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়েরের অভিযোগ ওঠেছে। প্রকৃত ঘটনা আড়াল করে সাজানো মামলায় দুই সাংবাদ কর্মীকে আসামী করায় মাধবপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায় দৈনিক মানবজমিন পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি ইয়াছিন আল আমিন তন্ময়, স্থানীয় দৈনিক প্রভাকর এর প্রতিনিধি এম এম,গউছ, এখলাছুর রহমান ভূঁইয়া, রোমান ভূঁইয়া ও ইলিয়াস ভূঁইয়ার নাম উল্লেখ করে বিরুদ্ধে ১০লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে মাধবপুর থানায় গত ১৮ জানুয়ারি মামলা নং ২৩ রুজু করা হয়।
মামলার বাদী উপজেলার জগদীশপুর গ্রামের জাকারিয়া চৌধুরী তার এজাহারে উল্লেখ করেন গত ৫ জানুয়ারী পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের পূর্বে তাহার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসামীরা। কিন্তু অসুস্থতার জন্য প্রায় দেড়মাস পর মামলা দায়েরের বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনার।