শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ৭দিনের নাট্যউৎসব শুরু হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসন কতৃক উৎসব উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার।
উৎসবের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সিলেটের ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, চেয়ারম্যান, জেলা পরিষদ আলহাজ্ব মিছবাহুর রহমান, মেয়র, মৌলভীবাজার পৌরসভা মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়।