করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নাসিরনগরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব‍্যাক্তির লাশ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অজ্ঞাতনামা (৩৬) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।

আজ শুক্রবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর বাজারের পশ্চিম পাশে ধানের জমি সংলগ্ন বিদ‍্যুতের খুটিতে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। এসময় তার কাছ থেকে কিছু টাকা খুচরা পয়সা পাওয়া যায়।

লক্ষীপুর গ্রামের ইউপি সদস্য মো. রুহুল আমিনসহ স্হানীয়রা ও পুলিশ জানায়,দেখে মনে হচ্ছে লোকটি শারীরিক প্রতিবন্ধী ও ভিক্ষুক । তার পরনে থাকা শার্টের ও লুঙ্গির মধ্যে থেকে ভাংতি কিছু টাকা পয়সা পাওয়া যায়। এতে মনে হচ্ছে লোকটি ভিক্ষা করত ।

খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। লাশের পরনে শার্ট ও লুঙ্গি ছিল। দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে নাসিরনগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ