করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

৩৮ সাংবাদিক হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

করাঙ্গীনিউজ: বিভিন্ন মিডিয়ায় কর্মরত হবিগঞ্জের ৩৮ জন সাংবাদিককে হবিগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

রবিবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির গোপন ব্যালটে তাদেরকে মনোনিত করা হয়। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গঠনতন্ত্র অনুযায়ী একজন স্থায়ী সদস্য নির্বাচিত হতে কমপক্ষে ১১টি ভোট পেতে হয়।

রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ৩৮ জন ১১টি থেকে ১৪টি ভোট পেয়েছেন। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে যারা স্থায়ী সদস্য অন্তর্ভূক্তির জন্য নির্বাচিত হয়েছেন তারা হলেন তবারক আলী লস্কর, মো. আব্দুর রহমান, ফেরদৌস আহমেদ, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, আব্দুল হাকিম, এমএআর শায়েল, জুয়েল চৌধুরী, জাহেদ আলী মামুন, শাহ আলম, সৈয়দ মশিউর রহমান, মীর আব্দুল কাদির, শেখ সাহাউর রহমান বেলাল, অপু আহমেদ রওশন, রাহিম আহমেদ, মো. তানভির হোসেন, মো. আজিজুল ইসলাম সজিব, আজিজুল হক, ইজাজুর রহমান চৌধুরী, সৈয়দ মিজান ইব্রাহিম, ফয়সল মাহমুদ, জহিরুল ইসলাম রুয়েল, মো. মুজিবুর রহমান, মোস্তাক খান চৌধুরী রুমেল, শাহ কামাল সাগর, মো. জিতু মিয়া, ফরহাদ চৌধুরী, রাজন আহমেদ, শিবলী চৌধুরী, ইখতিয়ার লুদি সানি, রুহেন আহমেদ ঠাকুর, আফতাবুর রহমান সেলিম, রাজিউর রহমান, মো. সাইদুর রহমান, এনামুর রশিদ চৌধুরী, মো. মোশাহিদ আলী, আবু হোসেন জনি, ফরহাদ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ