রবিবার, ১১ মে ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মণ্ডলের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
শ্রীমঙ্গল উপেজলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সোমবার রাতে এ ধর্মঘটের ডাক দেয়।
উপজেলা ট্রাক, ট্যাংক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাজান মিয়া বলেন, সড়কে গাড়ি আটকে তল্লাশির নামে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।