করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে মণিপুরি নৃত্য দিবসে আলোচনা সভা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে মণিপুরি সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় মণিপুরি নৃত্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তরফদার রেজওয়ানা চৌধুরী সুমি, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলাবাবু সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ প্রমুখ।

পরে মণিপুরি নৃত্য পরিবেশন করেন মণিপুরি নৃত্য শিল্পীরা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ