শনিবার, ১০ মে ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
এম.মুসলিম চৌধুরী,মৌলভীবাজার : রোগমুক্তির হাত থেকে বাচঁতে শেষ পর্যন্ত নিজের আদরের পোষা ময়না পাখিটি লাউয়াছড়া জাতীয় উদ্যোনে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানের জানকিছড়া এলাকায় এ ময়না পাখিটিকে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জানকিছড়াস্থ ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের ডা. আসাদুজ্জামান, জানকিছড়া ক্যাম্প ইনচার্জ মো. জুলহাস ব্যাপারী ও পোষা ময়না পাখিটির লালন-পালনকারী মীর মো. রাজা মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সম্পাদক ক্রীড়া ও সাংস্কৃতিক মো. মামুন আহমেদ, প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য এম এ রকিব, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ।
কথা শিখা ময়নাটি কেন বনে ছেড়ে দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে পাখিটির পালন কর্তা রাজা মিয়া আবেগআপ্লুত হয়ে বলেন,ময়না পাখিটাকে অনেক সাধকরে পৃষে ছিলাম আজ তাকে বিদায় দিতে খুব কষ্ঠ হচ্ছে ,বেশ কিছু দিন ধরে আমার পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন ধরণের অসুখ বিশূখ লেগেই আছে।
আর ময়না পাখিটি আল্লাহ আল্লাহ নাম ধরে ডাকতে থাকে তাই মনে হলো বনের পাখি বনে ছেড়ে দেয়াই ভাল। পাখিটি ছেড়ে দিলে হয়তো আমার পরিবারের মধ্যে রোগমুক্তি লাভ হতে পারে।