করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সৌদিতে গাড়ী চাপায় বানিয়াচংয়ের যুবক নিহত

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৮ জুলাই, ২০১৯

ফজলুর রহমান, সৌদি আরব থেকে: সৌদিতে গাড়ী চাপায় মোফাজ্জ্বল হোসেন (২২) নামের বানিয়াচংয়ের এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবক হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৮ নং খাগাউড়া ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে।

সোমবার (৮ জুলাই) সৌদি সময় ভোররাত ৩টার দিকে সৌদি আরবের মুজদালিফা নামক স্থানে তিনি গাড়ী চাপায় নিহত হন।

তিনি মক্কা নগরীর  মুজদালিফায় শাওয়াল গাড়ি চালাতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে মারা যান।

তার অকাল এ মৃত্যুতে তার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের সহকর্মী আব্দুর রহিম জানান, সে অবৈধভাবে বসবাস করে আসছিল। তার লাশ দেশের মাঠিতে পাঠাতে পাঠাতে অনেক টাকা পয়সা দরকার।

করাঙ্গীনিউজের বানিয়াচং প্রতিনিধি জানান, ছেলের মৃত্যুর খবর পেয়ে মা বাবা বার বার মূর্ছা যাচ্ছিল। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা মা ছেলের লাশ সরকারের মাধ্যমে দেশে আনতে চান। ছেলের লাশটা দেখতে তারা প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ