করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সাংবাদিক সুমন আলী খাঁন’র পরিচালনায় আসছে মিউজিক ভিডিও ‘হাসি’

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৬ জুলাই, ২০১৯

বিনোদন ডেস্ক: সাংবাদিক সুমন আলী খাঁন’র পরিচালনায় আসছে ‘হাসি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। খুব শীঘ্রই এনপি মিডিয়ার ব্যানারে প্রকাশ করা হবে গানটি। অডি’র পাশাপাশি গানটির ভিডিও উপভোগ করতে পারবেন শ্রোতারা।

হবিগঞ্জের বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। গানে মডেলদের পাশাপাশি দেখা যাবে গায়কের উপস্থিতি।

‘হাসি’র কথা ও সুর করেছেন গানটির গায়ক মাহেখ আকঞ্জি ছুটন এবং সংগীতায়োজন করেছেন আঙ্গুর মিয়া।

গানের মডেল হিসেবে কাজ করেছেন চৌধুরী জুঁই, ইমরান আহমেদ, কে.এন আশরাফুল, সুবেল আহমদ সহ আরো অনেকেই।

গানটি প্রসঙ্গে মাহেখ আকঞ্জি ছুটন বলেন, ‘হাসি’ গানটি আমার কথা ও সুরে গাওয়া প্রথম গান। আশা করি শ্রোতাদের কাছে গানটির অডিও এবং ভিডিও ভাল লাগবে। আমি নতুন হিসেবে চেষ্টা করে যাচ্ছি শ্রোতাদের ভাল কিছু গান উপহার দিতে।

মনির হোসাইনের চিত্রনাট্যে ভালবাসার মানুষের প্রতারণার শিকার এক যুবকের আর্তনাদের কাহিনী নিয়ে রচিত ‘হাসি’ গানের পরিচালক সাংবাদিক সুমন আলী খাঁন বলেন- গানটিতে তুলে ধরা হয়েছে একটি ছেলের অবুঝ প্রেমের গল্প। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভাল লাগবে। JetX

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ