শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে শাড়ি ও লূঙ্গী বিতরন করা
হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা সদরে এসব ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রাক্তন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাজ্বী আমিরুল ইসলামের বাড়ির প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে শাড়ি ও লূঙ্গী করেন সংগঠনের সভাপতি এস আতিকুল ইসলাম মানিক।
এসময় উপজেলার ১৩টি ইউনিয়নের দুইশতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণের জন্য সংগঠনের প্রতিনিধিদের কাছে শাড়ি-লুঙ্গী হস্তান্তর করা হয়।
বিতরণকালে যুব এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাসান চৌধুরী,যুগ্ম-সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম রানা,দপ্তর সম্পাদক
নিজাম পাঠান,প্রচার সম্পাদক কাজী মোঃ আজমান মিয়া,আপ্যায়ন সম্পাদক রাকিব আহমেদ,সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ যুব এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,যুব এসোসিয়েশনর প্রতিষ্ঠালঙ্গ থেকে সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে।এর আগেও তারা মাদকবিরোধী র্যালি,সমাবেশসহ এলাকার
অসহায় ও দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন। অরাজনৈতিক সংগঠনিতে চারশতাধিক বিভিন্ন পেশায় কর্মরত সদস্য রয়েছে।