করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নাসিরনগরে যুব এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৫ মে, ২০২১

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে শাড়ি ও লূঙ্গী বিতরন করা
হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা সদরে এসব ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রাক্তন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাজ্বী আমিরুল ইসলামের বাড়ির প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে শাড়ি ও লূঙ্গী করেন সংগঠনের সভাপতি এস আতিকুল ইসলাম মানিক।

এসময় উপজেলার ১৩টি ইউনিয়নের দুইশতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণের জন্য সংগঠনের প্রতিনিধিদের কাছে শাড়ি-লুঙ্গী হস্তান্তর করা হয়।

বিতরণকালে যুব এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাসান চৌধুরী,যুগ্ম-সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম রানা,দপ্তর সম্পাদক
নিজাম পাঠান,প্রচার সম্পাদক কাজী মোঃ আজমান মিয়া,আপ্যায়ন সম্পাদক রাকিব আহমেদ,সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ যুব এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,যুব এসোসিয়েশনর প্রতিষ্ঠালঙ্গ থেকে সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে।এর আগেও তারা মাদকবিরোধী র‌্যালি,সমাবেশসহ এলাকার
অসহায় ও দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন। অরাজনৈতিক সংগঠনিতে চারশতাধিক বিভিন্ন পেশায় কর্মরত সদস্য রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ