শনিবার, ১০ মে ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে করোনা
ভাইরাসে কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক অসহায়-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
উপজেলা যুবলীগ নেতা রায়হান আলী ভুইয়ার
পরিচালনায় নাসিরনগর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে
প্রত্যেককে ১ লিটার সয়াবিন তেল,১ কেজি পেয়াঁজ,১ কেজি লবণ,১ কেজি চিনি,২ কেজি আলু,২ প্যাকেট নুডুস ও ২ প্যাকেট সেমাই দেয়া হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলে ইয়াজ আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান
রুবিনা আক্তার,চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবসহ যুবলীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।
এদিকে বিকালে একই স্থানে উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সমাজ কল্যান
মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।