রবিবার, ১১ মে ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর সৌজন্যে বাহুবল প্রেসক্লাবের নেতৃবৃন্দের ইফতার করালেন হবিগঞ্জের বর্তমান সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাহুবল-নবীগঞ্জ সার্কেল)।
সদ্য পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হওয়ায় বাহুবল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ইফতার মাহফিল ও আলোচনার আয়োজন করেন।
শুক্রবার বাহুবলের বাঁশপাতা রেস্টুরেন্ট এ ইফতার পূর্ব দোয়া মাহফিলে বাহুবল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাহুবল কমিউনিটি পুলিশিং এর সভাপতি আসকার আলী, ওসি তদন্ত আলমগীর কবীর, খাদিমুল কুরআন পরিষদের সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদিপ দাস সাগর, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাকিল চৌধুরী, বাহুবল প্রেসক্লাবের সহ সভাপতি সোহেল আহমদ কুটি, ক্লাবের সহ সভাপতি আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, ক্লাবের সদস্য আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের প্রভাষক আইয়ূব আলী, ক্লাব সদস্য সাঈদ আহমদ, সদস্য দিদার এলাহী সাজু, মামুন চৌধুরী, কাদির চৌধুরী বাবুল, নুর উদ্দিন সুমন, আনোয়ার হোসেন সজল, টিপু সুলতান জাহাঙ্গীর, আবু সালেহ, ইমন আহমদ প্রমূখ।