করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচং মডেল প্রেসক্লাব এর আত্নপ্রকাশ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের ঐতিহ্যবাহি বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপনকে সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতির পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শিব্বির আহমেদ আরজুকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ ছাড়া কমিটিতে ৩ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন-সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন (ভোরের কাগজ), সহসভাপতি-দেওয়ান শোয়েব রাজা (দৈনিক দেশজমিন), য্গ্মু সাধারণ সম্পাদক-শামীম আহমেদ চৌধুরী (দৈনিক আমার হবিগঞ্জ), কোষাধ্যক্ষ- আব্দাল মিয়া (দৈনিক প্রতিদিনের বাণী), প্রচার সম্পাদক-ইমদাদুল হক মাসুম (দৈনিক আমার হবিগঞ্জ),দফতর সম্পাদক-তানজিল হাসান সাগর (ডেইলি বাংলাদেশ), আইন বিষয়ক সম্পাদক-দিলোয়ার হোসেন (দৈনিক বাংলাদেশের আলো)। সিনিয়র সদস্যগণ হলেন-রায়হান উদ্দিন সুমন (দৈনিক সমকাল), শেখ শফিকুল ইসলাম শফিক (দৈনিক বিবিয়ানা), জয়নাল আবেদীন (একুশের বাণী), খোর্শেদ আলম (দৈনিক দেশজগত),আব্দুল মালেক (বিজয়ের প্রতিধ্বনি), ইমতিয়াজ আহমেদ লিলু ( দৈনিক হবিগঞ্জের মুখ), শেখ মো: আলমগীর (দৈনিক হবিগঞ্জের জননী), এম এ কাদির বাবুল (ডেইলি টাইমস ডেস্ক) ও শাহরিয়ার বিলাস (হবিগঞ্জের খবর)।

বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন গোলাম কিবরিয়া লিলু, মোত্তাক্কিন বিশ্বাস ও শাহনেওয়াজ ফুল মিয়া।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ