করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হেফাজত আহ্বায়ক বাবুনগরীর বিরুদ্ধে ২ মামলা

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

করাঙ্গীনিউজ: চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে।

ওই ঘটনায় হওয়া এ দু’টিসহ মোট তিনটি মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমিরসহ তিন হাজার ব্যক্তি।

গত বৃহস্পতিবার হাটহাজারী থানায় মামলা তিনটি হলেও তা প্রকাশ হয়েছে সোমবার (২৬ এপ্রিল)।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সোমবার দুপুরে মামলার বিষয়টি স্বীকার করে বলেন, জড়িত আসামিদের শনাক্ত, নাম-ঠিকানা যাচাই করতে সময় লেগেছে।

নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হন, তাই মামলা করতে দেরি হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন হাজার জনকে আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ