করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ৪ ডাকাত

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২ টায় থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ও ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ ও ৩টি রামদাসহ ৪ ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে চোরাইকৃত ২ ভরি ৭ আনা গলানো স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-কুলাউড়া উপজেলার পাবই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল মজিদ (২৭), কমলগঞ্জ উপজেলার কালিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সোলেমান মিয়া (৩২), কমলগঞ্জ উপজেলার বাগমাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে আল-আমিন (৩০) ও কুলাউড়া উপজেলার বাগজোড় গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আছকির আলী (৩১)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ৪ ডাকাতকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ