শনিবার, ১০ মে ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলের ঐতিহ্যবাহী ভুলকোট আখঞ্জী দরবার শরীফের ইছালে ছাওয়াব ও মিলাদ মাহফিল মঙ্গলবার শুরু হবে।
আগামী মঙ্গলবার (২৩ মার্চ) উপজেলার লামাতাশি ইউনিয়নের ভুলকোট গ্রামে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
ওই দিন দুপুর ২টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত টানা বয়ান চলবে।
উক্ত মাহফিলে ওয়াজ, মিলাদ ও মোনাজাত পরিবেশন করিবেন দেশ-বরেণ্যে ওয়াজিনে কেরামগণ ও এলাকার বুজুর্গ ও উলামায়ে কেরামগণ।
উক্ত মহতি মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে নবী ও ওলীদের আদর্শে আদর্শিত হয়ে ফয়েজ ও বরকত হাসিল করতে অনুরোধ করেছেন দরবার শরীফের পরিচালক দ্বিমুড়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী মাওলানা আব্দুল কাইয়ূম আখনঞ্জী।