শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ : হবিগঞ্জ শহরে ২২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।
বুধবার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপরিদর্শক শাহ আলম ও পরিদর্শক খায়রুল আলমের নেতৃত্বে শহরের কোর্ট ষ্টেশন থেকে অভিযান চালিয়ে ছানুয়ার আলী (৪০) কে আটক করা হয়।
আটককৃত ছানুয়ার হবিগঞ্জ জেলা মাধবপুর থানার সম্বদিপুর গ্রামের মৃত মজিদ মিয়ার পুত্র ।
এ ঘটনায় আটককৃত ছানুর বিরুদ্ধে হবিগঞ্জ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে পেরন করা হয়।