শনিবার, ১০ মে ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধকৃত ২টি সেন্টারের কম্পিউটার বেসিক ও আইসিটি বিষয়ক বিষয়ক ৩ মাস ও ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে যুব উন্নয়ন আইসিটি সেন্টার ও যুব ও সমাজ উন্নয়ন কম্পিউটার এন্ড শর্টহ্যান্ড প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে নাসিরনগর সরকারি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন আইসিটি ট্রেনিং সেন্টারের পরিচালক শরীফুল ইসলাম সেলিম ও যুব ও সমাজ উন্নয়ন কম্পিউটার এন্ড শর্টহ্যান্ড প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ সাদ্দাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পর্যবেক্ষনে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম ও প্রশিক্ষক এস আলম(প্রভাত),মেহেদী আল নোমান ও আজিজুননেছা।
৩ মাস ও ৬ মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে লিখিত পরীক্ষায় ৯২ জন অংশগ্রহন করেন।এর মধ্যে যুব উন্নয়ন আইসিটি সেন্টারের ২৭ জন ও যুব ও সমাজ উন্নয়ন কম্পিউটার এন্ড শর্টহ্যান্ড প্রশিক্ষণ কেন্দ্রের ৬৫ জন পরীক্ষার্থী।