শনিবার, ১০ মে ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: ভারতের অাসামে জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি)নিয়ে বিতর্ক তুঙ্গে। এর অাঁচ পড়লো পশ্চিমবাংলার বাংলা নাটকে। আসামে বাতিল হলো বাংলা নাটকের অনুষ্ঠান।
পশ্চিমবঙ্গের নাটকের দল ৮, ৯, ১০ এবং ১১ ডিসেম্বর ‘পূর্বরঙ্গে’র নাটক ‘সীতায়ন’ মঞ্চস্থ হওয়ার কথা ছিল আসামের ধুলিয়াজান ও তিনসুকিয়ায়। কিন্তু বাতিল করা হয়েছে বাংলার নাটক।
পশ্চিমবঙ্গের বাংলা নাট্যব্যক্তিত্ব তথা মন্ত্রী ব্রাত্য বসুসহ নাট্য জগতের ব্যক্তিরা। বাংলা নাটক বাতিলের ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তি বেড়েছে বিজেপি শাসিত আসাম সরকারের। এরআগে ভারতের মহারাষ্ট্রের নাগপুর ও নাসিক, ঝাড়খণ্ড, বিহারের পাশাপাশি বেঙ্গালুরু এবং ওড়িশাতে সীতায়ন নাটকটি প্রশংসিত হয়েছে।
আসামের ঘটনায় গোটা ভারতের নাট্য মহলেই চাঞ্চল্য পড়েছে। নাট্য দলটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, মূলত নিরাপত্তার কথা জানিয়েই সফর বাতিল করা হয়েছে।