রবিবার, ১১ মে ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেটঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে কাটা পড়ে আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ মারা যান।
মাইজগাঁও রেলওয়ে স্টেশনের সহকারি মাস্টার ইমাম হোসেন ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিআরপি থানাকে অবগত করা হলে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।