করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে করোনা সচেতনতামূলক নাটক প্রদর্শনের আয়োজন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

করাঙ্গীনিউজ: করোনা মহামারিতে স্তব্ধ সারা বিশ্ব। করোনাভাইরাস মহামারি নিয়ে জনসাধারণকে সচেতন করতে এগিয়ে এসেছেন সাংস্কৃতি জগতের মানুষেরা। থেমে নেই নাট্যকর্মীরাও। তেমনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জনবহুল স্থানগুলোতে করোনা সচেতনতামূলক নাটক প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা শিল্পকলা একাডেমী, শায়েস্তাগঞ্জ-এর আয়োজনে নাটকগুলো প্রদর্শন করবে উপজেলার চারটি নাটকের সংগঠন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম এই আয়োজনের কথা জানিয়েছেন।

তিনি জানান- জনসাধারণকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে নাটক প্রদর্শনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এই আয়োজন করা হয়েছে। তাই আগামী ২৩ ফেব্রæয়ারী সন্ধ্যায় অলিপুর সিটি পার্কের সামনে দেশ নাট্যগোষ্ঠী পরিবেশন করবে নাটক “ভয় নয়, হবে জয়”।

২৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় রেলওয়ে পার্কিংয়ে সুতাং থিয়েটার পরিবেশন করবে নাটক “ আমরা করব জয়”। ২৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় পুরানবাজারে নবীন থিয়েটার পরিবেশন করবে নাটক “ভাইরাস”।

২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় সুতাং বাজারে শায়েস্তাগঞ্জ থিয়েটার পরিবেশন করবে নাটক “করোনা ফাইটার”।

নাটক প্রদর্শনের স্থানগুলোতে সহযোগিতা করবেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ