করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে ইউনিয়ন জামায়াতের সভাপতি গ্রেফতার

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮

টিপু সুলতান জাহাঙ্গীর, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলের ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আব্দুল হক (৩৫) নামের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ নভেম্বর) ভোররাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও বিহারীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পেশায় তিনি একজন বীমা কর্মকর্তা বলেও জানায় পুলিশ।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো: আলমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ