শনিবার, ১০ মে ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া): “চলো গরীব দুঃখীর পাশে দাড়াই,সেচ্ছায় সমাজ উন্নয়নে লক্ষ্যে যোগ দিয়ে গড়ে তুলি স্বপ্নের ধরমন্ডল”এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে অসহায় দরিদ্রদের মাঝে জাগ্রত যুব উন্নয়ন পরিষদ’নামে একটি সমাজসেবামূলক সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ধরমন্ডল চক বাজার বালুর মাঠে তিনশতাধিক পরিবারের মধ্যে এসব কম্বল বিতরন করা হয়।
সাবেক ইউপি সদস্য আবদুল কাদিরের সভাপতিত্বে একতা যুব সংঘের সাধারণ সম্পাদক হামিদুল হক আজাদের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ধরমন্ডল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক।
এসময় বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন ধরমন্ডল গাউছিয়া মিরানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম,সমাজ সেবক মোঃ আখতারুজ্জামান,শাফিউল আলম,মোহাম্মদ আলী আক্তার,মজিবুর রহমান তালুকদার,ইউনুস মিয়া,জাগ্রত যুব উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সালমান শাহ্,সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম টিট,সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিম।
অনুষ্ঠানে জাগ্রত যুব উন্নয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।