করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আঁখি আলমগীরের শুভ জন্মদিন আজ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

করাঙ্গীনিউজ ডেস্ক: এ দেশের সংগীতাঙ্গনে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। স্বনামধন্য অভিনেতা আলমগীর ও গীতিকবি খোশনূরের কন্যা তিনি।

‘ভাত দে’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করলেও নিজেকে তিনি গায়িকা হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন।

আজ ৭ জানুয়ারি এই মধুকণ্ঠীর জন্মদিন। প্রতি বছরের মতো এবারেও পরিবারের সদস্য, প্রিয়জন, সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসা-শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আঁখি। তবে করোনার বছরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা আঁখি আলমগীরকে জন্মদিনে বিশেষভাবে চমকে দিলো তার মেয়েরা। এ তারকার বড় মেয়ের নাম স্নেহা। আর ছোট মেয়ের নাম আরিয়া। তারা মায়ের জন্মদিনে সারপ্রাইজ দিয়ে মুগ্ধ করে দিয়েছে।

কিছু ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড করে সে খবরই জানিয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

ফেসবুকে আঁখি লিখেছেন, ‘আমার মেয়েরা জন্মদিনের পার্টি আয়োজন করে চমকে দিয়েছে।’

প্রসঙ্গত, চলতি মাসে ঢাকার বাইরে দুই-তিনটি স্টেজ শো রয়েছে আঁখি আলমগীরের। এরই মধ্যে ইমন সাহার সুর ও সংগীতে দুটি সিনেমায় গানও গেয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ