মো: আব্দুর রহিম, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে ৫০ পিস ইয়াবাসহ নাজমা বেগম (৩৫) এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আলীনগর চৌমুহনীর নিকটবর্তী রাবার বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের আলীনগর চৌমুহনী বাজারের পান দোকানদার আলীনগর বস্তী গ্রামের মৃত ইসমাইল মিয়ার মেয়ে নাজমা বেগম দীর্ঘদিন যাবত ইয়াবা পাচার করছে। তাকে আটকের জন্য ফাঁদ হিসেবে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এক কনস্টেবল নাজমার নিকট থেকে ইয়াবা ক্রয় করতে যোগাযোগ করেন।
নাজমা যোগাযোগকারী কনস্টেবলকে আলীনগর চৌমুহনার নিকটবর্তী রাবার বাগানে এসে ইয়াবা নিয়ে যাবার কথা বলেন। দুপুরের দিকে ওই কনস্টেবল ইয়াবা ক্রয় করার সময় পাশে ছদ্ম বেশে থাকা পুলিশ ফাঁড়ির এএস আই আয়াস মাহমুদ এর নেতৃত্বে একদল পুলিশ নাজমাকে আটক করে। তখন নাজমার নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।