করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

প্রতিবেশির রান্নাঘরে মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজ এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের প্রতিবেশীর রান্নাঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম রাইসা আক্তার সুমাইয়া (২)। সে ওই গ্রামের প্রবাসী রাজু খানের মেয়ে।

এদিকে এ ঘটনায় প্রতিবেশী এক নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে সখীপুর থানার ওসি সাইদুল হক ভূঁইয়া জানান, সোমবার বিকাল ৫টা থেকে শিশু সুমাইয়াকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার।

অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে তাদের এক প্রতিবেশীর রান্নাঘরের লাকড়ির মাচার ওপর থেকে বস্তাবন্দি ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ