করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ: পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গত দুইদিন থেকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

দুপুরের দিকে কিছু সময় ছাড়া দেখা মিলছে না সূর্যের। দুপুর গড়িয়ে বিকেল হতেই তাপমাত্রা ওঠা-নামা শুরু করে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। কুয়াশায় দৃষ্টি কয়েক হাতের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে। সড়কে হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে।

আবহাওয়া অফিস বলছে, আরও ৩ দিন আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকবে।

এদিকে, তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। ঠাণ্ডার কারণে দিনমজুররা কাজ করতে পারছেন না।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ওঠা-নামা করছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় এখানে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। একদিনের ব্যবধানে শনিবার তা নেমে এসেছে ১৪ দশমিক ৪ ডিগ্রিতে।

আবহাওয়া কর্মকর্তা আরও জানান, ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত আরব সাগরে সৃষ্ট ঝড়ের প্রভাব পড়েছে পঞ্চগড়সহ উত্তরের কয়েক জেলায়। এ কারণে শীত কিছুটা বেশি পড়ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ