করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে পাথরের গর্ত ধসে শ্রমিকের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, সিলেটঃ  সিলেটের কোম্পানীগঞ্জে টিলায় পাথর তোলার গর্ত ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গর্ত ধসে আরো দুই শ্রমিক আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে টিলায় পাথর তুলতে গিয়ে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। তন্মধ্যে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। অপর দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই গর্ত মালিক ও শ্রমিক সর্দার পালিয়ে যাওয়ায় নিহত ও আহত শ্রমিকদের পরিচয় পাওয়া যায়নি। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ