করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আমি বিয়ে করব না

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সুনেরাহ বিনতে কামাল। তার ক্যারিয়ারের অভিষেক ন’ ডরাই ছবিতে অভিনয় করে তিনি এই শ্রেষ্ঠ অভিনেত্রী হলেন।

এখন মডেলিংয়ের পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরিও করছেন তিনি। ন’ ডরাইয়ের পর বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী।
কিন্তু চিত্রনাট্য মনে ধরেনি বলে সেগুলো ফিরিয়ে দিয়েছেন।

তার রিলেশনশিপ স্ট্যাটাস প্রসঙ্গে দেশের জাতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে সুনেরাহ বলেছেন, ‘আমি বিয়ে করব না। আমি যখন যা করি, মন দিয়ে করি। বিয়ে করে আমি সংসারে সময় দিতে পারব না।
কারণ, আমি ক্যারিয়ার গড়তে চাই। সারা জীবন কাজ করে যেতে চাই। তাই আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থাকবে। ’

নতুন কোনো ছবির চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘ন ডরাই’-এর পর অনেক অনেক ছবির প্রস্তাব পেয়েছি।

কিন্তু কোনোটাই এমন নয় যে, আমাকে কিছু শেখাবে। লম্বা সময় ছুটি নিয়ে, শ্রম দিয়ে, সবটা উজাড় করে একটা কাজ করব। সেখান থেকে আমার নিজের যদি কোনো ‘সেলফ ডেভেলপমেন্ট’ না হয়, তাহলে কেন করব? তাই আগ্রহ হয়নি। চিত্রনাট্য মনে ধরলে করব।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ