সোমবার, ১২ মে ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জ সদর উপজেলায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আলমগীর হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ শাখাওয়াত হোসেন রুবেল।
এর আগে সদর উপজেলার খোয়াই নদীর উপর মাছুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পাইপ দিয়ে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে বালু ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বালু ও মাটি ব্যবস্থা আইন ২০১০ এর ধারায় তাকে জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।