করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

লাগেজের ভেতর তরুণীর লাশ

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: খালের পাশে পড়ে থাকা লাগেজের ভেতর থেকে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৯ নভেম্বর) সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গঙ্গাশ্রম এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গঙ্গাশ্রম এলাকায় ব্রিজের কাছে খয়েরি রঙের একটি লাগেজ থেকে তারা ওই তরুণীর লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, ওই তরুণীর বয়স ৩০ হতে পারে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। নিহত তরুণী শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন টিম পৌঁছেছে। লাগেজের ভেতরে ৫টি ইটও পাওয়া গেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

পুলিশ ওই তরুণীর পরিচয় ও হত্যার সাথে কারা জড়িত তা বের করতে অনুসন্ধান শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ