শনিবার, ১০ মে ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জ জেলা শহরের শায়েস্তানগর এলাকায় মুন জেনারেল হাসপাতালের ডাক্তার মাসুদ করিমকে হাতে নাতে আটক করে ভুয়া ডাক্তার প্রামানিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার(৪ নভেম্বর) বিকেলে এ রায় দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।
দন্ডপ্রাপ্ত চিকিৎসক ডাঃ মোঃ মাসুদ করিম। তিনি রংপুর জেলার সদর উপজেলাধীন রাধাভল্বব গ্রামের মৃত আব্দুস শুকুরের পুত্র ।
হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডাঃ মোমিন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদানরত ভুয়া ডাক্তারকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার সকল কাগজপত্র পর্যবেক্ষণে ভুয়া চিকিৎসকের সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেন।