সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: করোনাভাইরাসে ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’
এর আগে বুধবার করোনাকালীন শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছিলেন, ‘বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ছুটি বাড়ছে; ছুটি বাড়াতে তো হবেই। শিগগিরই তারিখটা জানিয়ে দেব।’
দীপু মনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা রয়েছে। খোলার পর কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে আক্রান্ত হলেও প্রতিষ্ঠানের দোষ দেয়া হবে। তাই শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করে শিক্ষার বিষয়টি নিশ্চিত করার দিকে নজর দিচ্ছে সরকার।
করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।
সূত্র: ইউএনবি