শনিবার, ১০ মে ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামে পুলিশের উপর ককটেল নিক্ষেপ ও বিষ্ফোরন মামলায় বিএনপির ৩ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল আন্দিউড়া ইউনিয়নের বিএনপি সভাপতি হাবিবুল ইসলাম কানু ও তার ভাই বিএনপি নেতা হামিদ খান এবং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল মন্নান।
মঙ্গলবার ভোর রাতে আন্দিউড়া গ্রামে তাদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন।
এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।