করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

গোলাপগঞ্জে ইয়াবাসহ আটক ৩

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের গোলাপগঞ্জে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার পৌর এলাকার ছিটাফুলবাড়ী (উত্তরবাজার) থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোলাপগঞ্জ পৌরসভার সরস্বতি গ্রামের মাদক মলিক ওরফে মল্লিক মিয়ার ছেলে লিমন আহমদ (২২) ও একই গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে আবুল আসান ওরফে হাসান আহমদ (২২) এবং পৌরসভার দাঁড়িপাতন এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে আব্দুল হালিম (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মামুনুর রশিদ একদল পুলিশ নিয়ে পৌর এলাকার ছিটা ফুলবাড়িতে (গোলাপগঞ্জ উত্তর বাজার) অভিযান চালায়। এ সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আটককৃতদের মধ্যে লিমন আহমদ পৌরসভার কুখ্যাত মাদক বিক্রেতা মল্লিকের ছেলে। মল্লিক বর্তমানে একাধিক মাদক মামলায় জেলে রয়েছেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৯ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ