শনিবার, ১০ মে ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলট) প্রতিনিধি :সিলেটের গোলাপগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলার পৌররসভার চৌঘরী এলাকার সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চৌঘরি এলাকার সুরমা নদী দিয়ে লাশটি ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের বয়স (৩৫) বছর হবে ধারণা করছে পুলিশ। উদ্ধারের পর লাশের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যপারে গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া লাশ এক সপ্তাহ আগের হবে। এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।