করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেছেন, অনলাইন গণমাধ্যমকে অস্বীকার করার কোন উপায় নেই। অনলাইন গণমাধ্যম হলো বর্তমান পৃথিবীর বাস্তবতা। এই বাস্তবতাকে এখন আর কেউ অস্বীকার করতে পারবেনা।  আমরা চাই ডিজিটাল উন্নয়নের ক্ষেত্রে অনলাইন সাংবাদিকদের পেশার মানগত উন্নয়ন। বর্তমান সময়ে তথ্য-প্রযুক্তির ছোঁয়ায় আমরা এখন ডিজিটাল বাংলাদেশের মানুষ। ফলে মানুষ এখন টিভি ও প্রিন্ট মিডিয়ার চেয়ে বরং অনলাইন গণমাধ্যমের দিকেই দ্রুত ঝুকছে। তাই অনলাইন সাংবাদিকতার ভবিষ্যত এখন খুবই উজ্জল। দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করা সহ জঙ্গী-সন্ত্রাসবাদ ও নানা অপরাধ নির্মূলে অনলাইন নিউজ পোর্টাল-ফেইসবুক পুলিশের পাশাপাশি সাধারন মানুষেরও চাহিদা পূরণে ভুমিকা রাখছে। এই গণমাধ্যম এখন সময়ের চাহিদা। মানুষ ক্রমেই ইন্টারনেট র্নিভর হয়ে যাচ্ছে। যে কারনে একই সাথে তাল মিলিয়ে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিকতা একটি মহান পেশা তাই যারা অনলাইন সাংবাদিকতায় সম্পৃক্ত তাদের উচিত হলো দেশ ও জনগণের কল্যাণে ভাল দিক নিয়ে কাজ করা। সংবাদ প্রচারে বস্তুুনিষ্টতার কোন বিকল্প নেই। ইন্টারনেটের মাধ্যমে যেহেতু দ্রূত সংবাদ প্রচার হয় তাই এ ক্ষেত্রে তুলনা মুলক বেশী সচেতনতা অবলম্বন করতে হবে অনলাইন সাংবাদিকদেরকে। ভাল সংবাদ দ্রূত প্রচারে অনলাইন সাংবাদিক ও নানা দপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।

এ ক্ষেত্রে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে এডিশনাল ডিআইজি আরও বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনের সহায়ক হিসেবেই অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রনয়ন করছে।

সৎ ও সাহসী ব্যক্তিত্ব ক্ষুরধার কলম সৈনিক প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের নের্তৃত্বের ভূয়শী প্রশংসা করে তার নের্তৃত্বে হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের-২০১৮-১৯ সালের নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই সেক্টরটিকে ভয়াবহ না ভেবে সহজ হিসেবেই গ্রহণ করতে হবে।

জয়দেব কুমার ভদ্র বলেন, সঠিক নের্তৃত্ব থাকলে কোন ক্রমেই কেউ গ্রুপিং করেও ভাল কিছুর অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারে না। এক্যবদ্ধ থাকলে লেখনীর মাধ্যমে দেশ ও জনগণকে সঠিক পথে পরিচালিত করা খুবই সহজ। আমি আমার ব্যক্তিগত ও আর্দশের যৌক্তিক বিবেচনায় সিদ্ধান্ত নেই। কারও কথায় বা বাধায় নয়, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এই অনুষ্ঠানে এসেছি, তুহিনের মূল্যায়ন, সঠিক নের্তৃত্ব, দায়িত্ববোধ ও বাস্তবতার বিশ্লেষন থেকে। আমি মনে করি হবিগঞ্জের মানুষের ভালবাসা যেমন পেয়েছি বা পাচ্ছি, তেমনি সকল সাংবাদিকরাই আমার আপনজন। তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি-ভাবী সাধারন সম্পাদক, সাংবাদিক ফোরাম নের্তৃবৃন্দ সহ সাংবাদিকদের অন্যান্য সংগঠনের নের্তৃবৃন্দের উপস্থিতিকে এক্যবদ্ধ কলম সৈনিকে অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে মন্তব্য করেন এবং আগামীতে সংশ্লিস্ট অনলাইন প্রেসক্লাবের আকার যেমন বৃদ্ধি পাবে, তেমনি সাংবাদিক তুহিনের পরামর্শে নতুন নতুন নের্তৃত্ব তৈরী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (২৭ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব কর্তৃক নব-নির্বাচিত কার্যকরী কমিটি-২০১৮-১৯ সালের অভিষেক ও সংবর্ধনা  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এই কথা বলেন।

সংশ্লিস্ট প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা মোঃ রফিকুল হাসান চৌধুরী তুহিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক করাঙ্গী নিউজ.কমের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রানবন্ত অনুষ্ঠানটি প্রথমেই সংশ্লিস্ট ক্লাবের সদস্য মহসীন সাদেক এর কুরআন তেলাওয়াত ও কেক কাটার মধ্য দিয়ে কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মহসিন সাদেক ।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জিয়াউর রহমান জিয়া (বিসিএস পররাষ্ট্র), হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি  মোঃ শাবান মিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক,  ডিবি ওসি ওয়াহিদুর রহমান পিপিএম, রূপালী ব্যাংকের ডিজিএম হেমন্ত কুমার দাস, সমাজ সেবক এম এ মুমিন চৌধুরী বুলবুল, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, জেলা মার্চেন্ট এসোসিয়েশনের আহবায়ক ব্যবসায়ী ফজলুর রহমান লেবু, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, দূর্নীতি প্রতিরোধ কমিটির (দুদক) সহ-সভাপতি লুৎফুর নাহার স্মৃতি, জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোঃ শরীফ চৌধুরী,এডভোকেট মুখলেসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জয়দেব কুমার ভদ্র, বিশেষ অতিথি জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের পক্ষে বিজ্ঞ এডিএম তারেক মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, পররাষ্ট্র  মন্ত্রনালয়ের সহকারী সচিব জিয়াউর রহমান জিয়া, ডাঃ জমির আলী, এয়ার লিংক ক্যাবল লিঃ পক্ষে পরিচালক নুরুদ্দিন জাহাঙ্গীর ও তাহমিনা বেগম গিনিকে স্ব স্ব অবদানের জন্য এবং জেলা মার্চেন্ট এসাসিয়েশনের আহবায়ক ফজলুর রহমান লেবুকে আজীবন সদস্য পদ লাভ করায় তাদের হাতে হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাংবাদিক তুহিন সহ ক্লাব সদস্যগণ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এসএম খোকন, সহ সভাপতি ডাঃ এমএ জলিল, সহ সাধারণ সম্পাদক মোঃ মামুন চৌধুরী, আনোয়ার হোসেন, মহসিন সাদেক, প্রচার সম্পাদক নুর উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন জাবেদ, কোষাধ্যক্ষ শাহ কামাল সাগর, দপ্তর সম্পাদক শাহ মামুনুর রহমান, ক্রীড়া সম্পাদক শেখ তানভীর, এডভোকেট শায়লা, নাছিমা প্রমুখ।

বিশেষ অতিথি তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, অনলাইন নিউজ পোর্টালের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিদিন রাতে শুয়ে শুয়ে অনলাইন পত্রিকা গুলো ভিজিট করে জানা যায় কোথায় কোন ঘটনা ঘটেছে আপনাদের দেয়া খবরে আমরা সহজেই সব কিছু জানতে পারি। তিনি বলেন, আপনারা সঠিকভাবে সংবাদ পরিবেশন করুন আমাদের দপ্তর থেকে সব ধরনের সহ যোগীতা থাকবে।  পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেন, অনলাইন গণমাধ্যমের নীতিমালা না থাকায় কিছুটা সমস্যা পরিলক্ষিত হচ্ছে,  যারা অনলাইনে কাজ করছেন, তাদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে । তথ্য প্রযুক্তির সহায়তায় তথ্যের স্বচ্ছতা বিধানের মাধ্যমে দুর্নীতি ও অদক্ষতা নির্ণয় করা সহজ হয়। সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তার বাস্তবায়ন কৌশল ছাড়া ‘সোনার বাংলা’ বাস্তবায়ন সম্ভব হবে না। এজন্য অনলাইন সাংবাদিকদের দ্বায়িত্বশীলতার সাথে দেশের জন্য কাজ করতে হবে। সৎ ও গ্রহন যোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে তরুণ প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে নিতে হবে। সাংবাদিকদের লিখনী যেন অসহায়, নির্যাতিত, অবহেলিত জনপদের কথা বলে।

প্রেসক্লাব সভাপতি মোঃ শাবান মিয়া বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন। অনেক সময় জীবনের নিরাপত্তা নিয়ে সাংবাদিকরা শঙ্কিত থাকেন । এসব হুমকি মোকাবিলায় ও নিজেদের পেশাগত দক্ষতা বাড়াতে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতেই দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ