করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বাংলাদেশ কৃষকলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুনারুঘাট উপজেলা কৃষকলীগের উদ্যোগে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণ হতে কৃষক বাঁচাও-দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে এক বিশাল র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় শহীদ মিনারে এসে মিলিত হয়।

 

 

পরে উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান কেক কেঁটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

 

 

র‌্যালী শেষে উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এডভোকেট আকবর হোসাইন জিতু, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।

 

 

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল খায়ের, উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ আহমেদ মিজান, সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি আঃ রাজ্জাক তোতা, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সজল, যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান মিলন, অর্থ সম্পাদক আফজল মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুরঞ্জন দত্ত বিভু, মানব কল্যাণ সম্পাদক আঃ হান্নান মেম্বার, কৃষি বিষয়ক সম্পাদক আঃ কাদির, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক জসিম মিয়া, লিটন উরাং পৌর কৃষকলীগের সভাপতি আঃ হক, সিনিয়র সহ-সভাপতি হানিফ মিয়া, সাধারন সম্পাদক আঃ মালেক সহ কৃষকলীগের প্রত্যেক ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগণ সহ কৃষকলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ