শনিবার, ১০ মে ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : দলীয় নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের আমিনুর রশীদ, দরবস্ত ইউনিয়নের সাইফুল আলম, চারিকাটা ইউনিয়নের এম এ হক লায়ন ও হরিপুর ইউনিয়নের হানিফ মোহাম্মদ।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, দলীয় নির্দেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করা হয়েছে।