করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সুনামগঞ্জে মোটরসাইকেল অারোহির মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জঃ সুনামগঞ্জে লেগুনার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজাদ মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রিপন নামের আরেক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বেতগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজাদ ও রিপন মোটরসাইকেলযোগে সুনামগঞ্জ শহরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আজাদ ও রিপন। স্হানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আজাদকে মৃত ঘোষণা করেন।

পরে গুরুতর আহত রিপনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদউল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ