করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শহরে দুইটি ব্যবস্থা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় দুই দোকান থেকে নগদ টাকা প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) সকালে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে দাউদগনর বাজারের মেসার্স সিরিয়া মেডেকেল সেন্টার ও শংকর মুদিমালের দোকানে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়- ফার্মেসী ও মুদি দোকানের উপরের টিন কেটে ভিতরে প্রবেশ করে চোর। এসময় সিরিয়া মেডেকেল সেন্টার থেকে নগদ ২০ হাজার টাকা ও ১ লক্ষ টাকার ঔষধপত্র নিয়ে যায় এবং শংকর চৌধুরীর মুদি মালের দোকান নগদ ৮ হাজার ও ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

খবর পেয়ে দাউদনগর বাজার কমিটির সভাপতি মোঃ করম আলীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ