শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে মাতলামির দায়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
গত রবিবার রাত সাড়ে ১১টার সময় অলিপুর চেকপোস্টের সামনে মদ খেয়ে তিন ব্যক্তি মাতলামি করার সময় এএসআই খালেকের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন শৈলজুড়া গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত মোতালিব মিয়ার ছেলে শাহীন মিয়া (৪৪), সুরাবই গ্রামের মৃত হীরা খাঁ এর ছেলে লাল খাঁ (৬৫), সুরাবই গ্রামের আছাদ উল্লার পুত্র মোঃ খোর্শেদ আলী (৫৫)।
তাদেরকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার আশফাকুল হক চৌধুরী ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।