শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে কামড়াপুর ব্রীজ এলাকায় নিষিদ্ধ ৪০ পিছ যৌন উত্তেজন ইয়াবাসহ রাজু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী কামড়াপুর এলাকার চনু মিয়ার পুত্র।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী রাজু মিয়া বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। সোমবার পুণরায় ৪০ পিছ ইয়াবা বিক্রি করার জন্য কামড়া পুর ব্রীজে অবস্থান করছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল আলম ও চৌধুরী বাজার ফাড়ির নায়েক রফিক আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ কামড়াপুর এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার শরীর থেকে ৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।