শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা দুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ জুলাই) বেলা ১১টায় উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়াবাজারে লাঘাঠা সাহিত্য পরিষদের আয়োজনে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রমো শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ডা: আব্দুল হান্নান চিনু।
পরিষদের সভাপতি সৈয়দ মুজিবুর রহমান মমরুজের সভাপতিত্বে ও তরুন সমাজকর্মী মিজানুর রহমান মিষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক মো: শাহীন আহমেদ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ইউপি সদস্য আব্দুস সোবহান, সমাজসেবক তোয়াবুর রহমান তবারক, জুনেদ আহমেদ, হেলাল চৌধুরী, মারুত আহমদ প্রমুখ।
চিকিৎসক হিসাবে রোগীদের চিকিৎসা প্রদান করেন ডা. একে আজাদ ডিএমএফ, পল্লী চিকিৎসক এম এ রহিম তালুকদার, মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষকে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।