রবিবার, ১১ মে ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি,সিলেট: সিলেট আন্তর্জাতিক বাণিজ্যমেলার সকল কার্যক্রম আগামী বুধবার রাত ১০টা পর থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) মেলা আয়োজকদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আয়োজককারীরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, করোনাভাইরাস ছড়ানো রোধ এবং সতর্কতা অবলম্বনের স্বার্থে ১৮ মার্চ (বুধবার) থেকে মেলার সকল কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে নগরীর পূর্ব শাহীঈদগাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
গত ৮ মার্চ রাতে রাতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মেলায় দেশি-বিদেশি ১৫৫টি স্টল ও ৩৫টি প্যাভেলিয়ন অংশ নেয়।