করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাংলাদেশের জাবেদ চৌধুরী যুক্তরাজ্যে ডক্টরেট ডিগ্রী লাভ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি: বাংলাদেশী বংশোদ্ভূত বৃট্রিশ নাগরিক জাবেদ আহমেদ চৌধুরী যুক্তরাজ্যে ইউনির্ভাসিটি অব সাউথ ওয়েলথ বেসে ব্যতিক্রমী বিষয়ে থিসিস সম্পন্ন করে ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন।

মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল গ্রামের বর্তমান লন্ডনের কর্ণওয়েসের বিশিষ্ট ব্যবসায়ী  টিপু সুলতান চৌধুরীর ছেলে জাবেদ আহমেদ চৌধুরী ১৯৮৮ সালে জন্মগ্রহন করেন। মাতা সেলিনা আক্তার চৌধুরীর ঔরসজাত জাবেদ পিতামাতার ইচ্ছানুযায়ী সাউথ ওয়েলের কর্ণওয়েল শহরস্থ মদীনাতুল উলম মাদ্রাসায় পড়াশোনা জি.সি.এস.সি পাশ করে।

কর্ণওয়েল কলেজ থেকে বি.এস.সি এবং এম.এস.সি কৃতিত্বের সাথে সম্পন্ন করে ইউনির্ভাসিটি অব সাউথ ওয়েলথ গঅঞঐঅঞওঈঅখ গঙউঊখখওঘএ ঙঋ
ঋটঘএঅখ ওঘঞঊজঅঈঞওঙঘঝ এর উপর থিসিস সম্পন্ন করেন।

বর্তমানে ইউনির্ভাসিটি অব সাউথ ওয়েলস এ লেকচারার হিসেবে কর্মরত আছেন।

জাবেদ চৌধুরী হবিগঞ্জের মনতলা সকরারী শাহজালাল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম কাজী জিয়া উদ্দিন আহম্মদের নাতি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ